বান্দরবানবৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অলিম্পিকের নতুন দ্রুততম মানব হলেন ইতালির লেমন্ত মার্সেল

প্রতিবেদক
সোহেল রশীদ
আগস্ট ১, ২০২১ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে স্বর্ণ জিতলেন ইতালির লেমন্ত মার্সেল জ্যাকব। টোকিও অলিম্পিক স্টেডিয়ামে ৯.৮০ সেকেন্ড সময় নিয়ে সেরা হন মার্সেল।

এক যুগেরও বেশি সময় ধরে অ্যাথলেটিক্স বিশ্ব দেখেছে উসাইন বোল্টের কীর্তি। সর্বকালের সেরা স্প্রিন্টার রিও অলিম্পিকেই বিদায় নিয়েছেন। বিশ্ব এবার প্রস্তুত ছিল নতুন কাউকে দেখার জন্য। অবশেষে দেখা মিললো বিশ্বের দ্রুততম মানবের। অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টের স্বর্ণপদক জিতে বোল্টের ছেড়ে যাওয়া আসন দখল করে নিলেন লামন্ত মার্সেল।

১০০ মিটার দৌড়ে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের ফ্রেড কারলি, যিনি সময় নিয়েছেন ৯.৮৪ সেকেন্ড। ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন কানাডার স্প্রিন্টার আন্দ্রে দি গ্রাস।

সেমিফাইনালে ৯.৮৪ সেকেন্ড সময় নিয়েছিলেন লেমন্ত মার্সেল জ্যাকব। তবুও শুরুতে তাকে কেউ ফেবারিটের জায়গায় রাখেনি। কিন্তু ফাইনালের মঞ্চে তিনিই তিনিই বাজিমাত করলেন। হয়ে গেলেন আগামী চার বছরের জন্য অলিম্পিকে অ্যাথলেটিকসের রাজা।

সূত্রঃ সমকাল।