বান্দরবানে গণটিকার ২য় ডোজ এবং নিয়মিত টিকা কার্যক্রম পরিচালনার জন্য আরো সিনোফার্মের ৬০ হাজার টিকা ডোজ সোমবার ৬ সেপ্টেম্বর জেলা স্বাস্থ্যবিভাগের কাছে পৌঁছেছে। বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুইপ্রু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৭ আগষ্ট ২১ হাজার ৮০০ জন গণটিকার প্রথম ডোজ নিয়েছেন। ৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ২য় ডোজেও সমপরিমাণ নারী-পুরুষ এই টিকা নেবে বলে আমরা আশা করছি।
ডা. অংসুইপ্রু জানান, বরাদ্দ পাওয়া ৬০ হাজার টিকার অবশিষ্ট ৩৮ হাজার ২০০ ডোজ প্রথম ডোজ ও ২য় ডোজ গ্রহীতাদের জন্য ব্যবহার করা হবে।
এদিকে জেলা স্বাস্থ্যবিভাগ সূত্র জানায়, ৭ সেপ্টেম্বর বান্দরবান পৌরসভার ৯ টি ওয়ার্ডসহ জেলার ৩৩ টি ইউনিয়নে মোট ৪২টি টিকা কেন্দ্র খোলা হবে। ইউনিয়ন পরিষদের কেন্দ্রগুলোতে ৩টি করে বুথ এবং পৌরসভার ৯টি ওয়ার্ডে ২টি করে বুথের মাধ্যমে টিকাদান করা হবে।
সূত্র জানায়, তালিকাভুক্ত টিকা কেন্দ্র গুলোতে সোমবার ৬ সেপ্টেম্বর টিকার ডোজ পৌঁছানো হয়েছে। দুর্গম এলাকাগুলোতে ৭ সেপ্টেম্বর লক্ষ্য মাত্রা পূরণ না হলে ১২ সেপ্টেম্বর পর্যন্ত সীমিত পরিসরে টিকা কেন্দ্রগুলো খোলা রাখা হবে।