বান্দরবানবৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীন বাংলাদেশের বয়স এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়ার বন্ধুত্বের বয়স সমান

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
অক্টোবর ১৫, ২০২১ ১২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার মি. জেরেমি ব্রুয়ার (Mr. Jeremy Bruer) বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সুবর্নজয়ন্তী’র পাশাপাশি বাংলাদেশ-অস্ট্রেলিয়া বন্ধুত্বেরও ৫০ বছর পাড় হচ্ছে।

তিনি বলেন, এই বন্ধুত্বকে অটুট রাখতে উভয় দেশের সরকারই পারস্পরিক আস্থার মধ্য দিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের জন্য অস্ট্রেলিয় সহায়তা দিন দিন বাড়ানো হচ্ছে।

বৃহস্পতিবার ১৪ অক্টোবর সকালে সড়ক বিভাগের মিলনায়তনে ‘Ensuring Safe Working Environment in Construction Sites During Pandemic’ শীর্ষক এক কর্মশালার উদ্ভোধনকালে তিনি এ কথা বলেন।

কর্মশালা উদ্বোধনী পর্বে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দীন এবং অস্ট্রেলিয়ান দূতাবাস ও সড়ক বিভাগের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।

সড়ক বিভাগের বিভিন্ন স্তরের ৩০ জন কর্মকর্তা, কর্মচারী এ কর্মশালায় অংশ নেন। তিনদিনের এক সরকারি সফরে মঙ্গলবার অস্ট্রেলিয়ান হাই কমিশনার মি. জেরেমি ব্রুয়ার বান্দরবান আসেন।

সফরকালে তিনি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, বোমাং রাজা উ চ প্রু’র সাথে সাক্ষাৎ করেন। অস্ট্রেলিয়ান হাই কমিশনার বান্দরবান সদর হাসপাতাল এবং তেতুলিয়া পাড়া কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

বুধবার তিনি স্থানীয় একটি হোটেলে অস্ট্রেলিয়ার শিক্ষাবৃত্তি নিয়ে অধ্যায়নকারীদের সাথে মতবিনিময় করেন।