ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে অগ্নিনির্বাপন ও আকস্মিক দুর্যোগ মোকাবেলা বিষয়ে ৭ দিনব্যাপী উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু করেছে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ।
বৃহস্পতিবার ৪ নভেম্বর সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-সচিব) লুৎফুর রহমান এই কর্মসূচির উদ্বোধন করেন। অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ ফরায়েজী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারি পরিচালক মো: মতিয়ার রহমান এসময় উপস্থিত ছিলেন।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি সুসজ্জ্বিত অগ্নিনির্বাপন গাড়ির বহর ফায়ার সার্ভিস স্টেশন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।