জেলার সব ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি অক্ষুন্ন রেখে দেশের উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে জেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা সোমবার ২৯ আগস্ট সকালে স্থানীয় কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এতে সভাপতিত্ব করেন।
পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, জেলা পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন ধর্মের প্রতিনিধি এবং কমিটির সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।