বান্দরবানে স্ত্রীকে নিজ হাতে হত্যার দায়ে স্বামী হায়দার আলীকে মৃৃত্যুদন্ড দিয়েছেন বান্দরবানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ।
বান্দরবানের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জয়নাল আবেদীন ভূঁইয়া জানান, মঙ্গলবার সকালে জনাকীর্ণ এজলাশে আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ অরুণ পাল।
রায়ে মৃত্যুদন্ড ছাড়াও আসামীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৭ আগস্ট এ ঘটনা ঘটে। পরদিন বান্দরবান সদর থানার নিহত স্ত্রী রিজিয়া আক্তার রুপা এর ভাই মো. নুরুল ইসলাম বাদী হয়ে বাংলাদেশ দন্ডবিধির ৩০২ ধারায় একটি হত্যা মামলা রুজু করেন। শুনানীর এক পর্যায়ে বিচারের জন্য মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তরিত হয়।
মামলা দায়েরের পরপরই পুলিশ আসামীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। বিচার চলাকালীন আসামী কারাগারে আটক ছিলেন। তার উপস্থিতিতে মঙ্গলবার সকালে নিজ এজলাশে রায় ঘোষণা করেন বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ অরুণ পাল।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলমগীর চৌধুরী ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জয়নাল আবেদিন ভূঁইয়া। আসামী পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট আবু জাফর।