বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লামায় রাবার শ্রমিক অপহরণে আটক ৪

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের লামার বিভিন্ন রাবার বাগান থেকে ২৬ শ্রমিক অপহরণ ঘটনায় ৪জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইস্যু করা বান্দরবান জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারকৃত ৪ জনের নাম পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা সবাই ত্রিপুরা সম্প্রদায়ের স্থানীয় যুবক। পুলিশ বলেছে, বিশেষ অভিযান চালিয়ে ২০ ফেব্রুয়ারি তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন: শিমন ত্রিপুরা, জ্যাকসন ত্রিপুরা, জয়ন্ত ত্রিপুরা ও প্রশান্ত ত্রিপুরা।

গত ১৫ ফেব্রুয়ারি লামা উপজেলার গজালিয়া মুরং ঝিরি এলাকার ৬টি রাবার বাগান থেকে সন্ত্রাসীরা অস্ত্রের ভয় দেখিয়ে ২৬জন রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। পরদিন সন্ত্রাসীদের আস্তানা থেকে জিয়াউর রহমান নামে একজন শ্রমিক পালিয়ে আসতে সক্ষম হয়। অন্য ২৫ জনের মুক্তির জন্য মোট ১০ লাখ টাকা মুক্তিপণ দিতে হয়েছে রাবার বাগান মালিকদের। সন্ত্রাসীদের দেয়া কয়েকটি বিকাশ নাম্বারে এসব টাকা পাঠানো হয়।

পুলিশ বলেছে, বিকাশ অ্যাকাউন্টযুক্ত মোবাইল নাম্বারের সূত্র ধরেই আসামীদের আটক করা সম্ভব হয়েছে।

 

কৃতজ্ঞতা: বশির আহমদ